,

Home » Top » কর্ণফুলী চরপাথরঘাটায় ১৩ দোকান পুড়ে ছাই

কর্ণফুলী চরপাথরঘাটায় ১৩ দোকান পুড়ে ছাই

  • পটিয়া চট্টগ্রাম প্রতিনিধি.

কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা এলাকায় আগুনে পুড়ে ১৩টি দোকান ছাই হয়ে গেছে। গত শনিবার দিনগত রাত ২ টার দিকে উপজেলার চরপাথরঘাটা পুরাতন ব্রীজঘাট বাজারে এই আগুনের ঘটনা ঘটে। আগুনে তাহের সওদাগরের পানের দোকান, জহির আহমদের পানের দোকান, রবি আলমের ষ্টেশনারী দোকান, আবদুল রশিদের কুলিং কর্নার, কালামের কুলিং কর্নার, হাজি মামুনের ফ্রিজ ও মুদি দোকান,রাজিবের কম্পিউটারের দোকান, মো. গাজী মিয়ার ফার্নিচার দোকান, শাহ আলমের চায়ের দোকান, মহিউদ্দীনের দোকান, তৈয়ব সওদাগরের দোকান, মোবারক এর অফিস ও নুরুল কবিরের দোকানের মালামালসহ আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। এতে আনুমানিক ১৫ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। স্থানীয় জানান আগুনের লেলিখান শিখা দেকতে পেয়ে লোকজন চট্টগ্রাম রাজাখালি ফায়ার সার্ভিস কে খবর দিলে এরই মধ্যে আগুনে চারিদিকে ছড়িয়ে পড়ে । পরে স্থানীয়রা এবং ফায়ার সার্ভিস চেষ্টা চালিয়ে এক ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে। রাজাখালী ফায়ার সার্ভিস বাহিনীর সিনিয়র স্টেশন অফিসার আলী আকবর জানান, দোকানের ভেতরে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুন লাগে। আগুনে ক্ষয়ক্ষতির আনুমানিক পরিমাণ ১৫ লাখ টাকা।

Leave a Reply