,

Home » Top » কলকাতার সিনেমায় আগ্রহী মম

কলকাতার সিনেমায় আগ্রহী মম

জাকিয়া বারী মম-zakia bari mamo-rtv

বিনোদন ডেস্ক |  ০৯ মে ২০১৮,

নাটক-চলচ্চিত্রের পরিচিত মুখ জাকিয়া বারী মম। সম্প্রতি তিনি কলকাতায় একটি মিউজিক ভিডিওর শুটিং করেছেন। গানের শিরোনাম ‘বাড়াবাড়ি’। কণ্ঠ দিয়েছেন মিনার রহমান। এ সময় তিনি কলকাতার একটি গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন। সেখানে কলকাতার সিনেমায় অভিনয়ের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন মম।
কলকাতার ছবিতে অভিনয়ের ইচ্ছের ব্যাপারে জানতে চাইলে মম বলেন, ‘অবশ্যই রয়েছে। অরিন্দম দা’র (অরিন্দম শীল) সঙ্গে কাজ করার সুযোগ এসেছিল একবার। শেষ পর্যন্ত সেটা হয়নি। কিন্তু ‘আই উড লাভ টু ওয়ার্ক ইন টালিউড’।
এপার বাংলা (কলকাতার) সিনেমা দেখা হয় নিয়মিত? এমন প্রশ্নের  জবাবে মম বলেন, ‘খুব নিয়মিত না হলেও সুযোগ পেলেই দেখি। এখানকার কনটেন্ট-বেসড ছবি আমার খুব ভালো লাগে। বাংলাদেশেও এ ধরনের ছবি হচ্ছে। আমার সাম্প্রতিক ছবি ‘আলতা বানু’ একটি কনটেন্ট-বেসড ছবি। কলকাতায় যদি তেমন কোনো ছবি করতে পারি তবে খুবই ভালো লাগবে।’
‘বাড়াবাড়ি’ গানের  শুটিং করতে গিয়ে কলকাতার কোন জিনিসটা তার কাছে বাড়াবাড়ি মনে হয়েছে? জানতে চাইলে মম বলেন, ‘কলকাতা নিজেকে এখনও খুব ‘অ্যান্টিক’ করে রেখেছে, সেটা আমার বাড়াবাড়ি রকমের ভালো লাগে। তার সাহিত্য, সিনেমা, শিল্প, এস্থেটিকস, সবকিছুই খুব সুন্দর করে ধরে রেখেছে। আর কলকাতায় প্রচুর সিনেমা হল, সেটা আমার খুব ভালো লাগে। কলকাতাকে আমার খুব হ্যাপেনিং মনে হয়।’

Leave a Reply