,

Home » Top » চট্টগ্রামকে ক্লিন ও গ্রিন সিটি করতে ব্যবসায়ীদের সহযোগিতা প্রয়োজন : মেয়র

চট্টগ্রামকে ক্লিন ও গ্রিন সিটি করতে ব্যবসায়ীদের সহযোগিতা প্রয়োজন : মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন বলেছেন, ‘ব্যবসায়ীরাই হলো অর্থনীতির প্রাণ। চট্টগ্রাম হলো অর্থনীতির প্রাণকেন্দ্র। বর্তমান সরকার ব্যবসাবান্ধব সরকার। দেশের শিল্পে-বাণিজ্যে কর্মসংস্থানে ব্যবসায়ীদের অবদান অনস্বীকার্য। তাই দেশের উন্নয়নে ব্যবসায়ীদের অগ্রণী ভূমিকা রাখতে হবে। চট্টগ্রামকে ক্লিন ও গ্রিন সিটি করতে ব্যবসায়ীদের একান্ত সহযোগিতা প্রয়োজন। পাশাপাশি চট্টগ্রামকে ব্যবসাবান্ধব নগরী করতে চট্টগ্রাম সিটি কর্পোরেশন সবসময় ব্যবসায়ীদের পাশে থাকবে। গত ১১ জানুয়ারি সন্ধ্যায় নগরীর জামাল খান রীমা কনভেনশন সেন্টারে বাংলাদেশ দোকান মালিক সমিতি চট্টগ্রাম জেলা শাখার সম্মেলন (২০১৮-২০২০) ও কার্যনির্বাহী পরিষদের পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
দোকান মালিক সমিতি চট্টগ্রাম জেলা শাখার সভাপতি আলহাজ্ব সালেহ আহমেদ সুলেমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ দোকান মালিক সমিতি কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান মো. হেলাল উদ্দিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহবুবুল আলম, প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী, ৩১নং ওয়ার্ড কাউন্সিলর তারেক সোলায়মান সেলিম, বাংলাদেশ দোকান মালিক সমিতি কেন্দ্রীয় কমিটি মহাসচিব জহিরুল হক ভূইয়া, চট্টগ্রাম চেম্বারের পরিচালক এস. এম. সামসুদ্দীন, পরিচালক, বাংলাদেশ দোকান মালিক সমিতি কেন্দ্রীয় কমিটি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এহসান আহমদ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দোকান মালিক সমিতি চট্টগ্রাম জেলার সিনিয়র সহ-সভাপতি হাজী মোহাম্মদ সাহাবউদ্দিন, শুভেচ্ছা বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ সাগির। এতে আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান রেজাউল ইসলাম মন্টু, মো. আবদুল কাইয়ুম তালুকদার মনি, সিনিয়র যুগ্ম মহাসচিব এম. এ. কাফি, বিভোর চন্দ্র দে, তালাল রেজবী, আবুল কাশেম ঝন্টু, মো. ময়নুল ইসলাম, আরিফুর রহমান টিপু, নুরুল ইসলাম, নাজমুল হাসান মাহমুদ, এ্যাড. রেজাউল ইসলাম ভূইয়া, হাজী মো. বিল্লাল হোসেন খান, মো. জুয়েল আহমেদ প্রমুখ।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম বলেন, ‘বাংলাদেশ দোকান মালিক সমিতির সারাদেশের ব্যবসায়ীদের প্রতিনিধিত্বকারী একটি বৃহৎ সংগঠন। চট্টগ্রাম জেলায় প্রায় লক্ষাধিক ব্যবসায়ীদের প্রতিনিধিত্ব করছে চট্টগ্রাম জেলার এ সংগঠনটি। বর্তমান সরকার ব্যবসাবান্ধব সরকার। তারপরেও ব্যবসায়ে নানা প্রতিবন্ধকতা রয়েছে। তাই চট্টগ্রামের ব্যবসায়ীদের যাবতীয় সমস্যা সমাধানে চট্টগ্রাম চেম্বার দোকান মালিক সমিতির সাথে সবসময় পাশে থাকবে।’
অনুষ্ঠানে কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান তাঁর বক্তব্য শেষে আলহাজ্ব সালেহ আহমেদ সুলেমানকে সভাপতি, আলহাজ্ব আবদুল খালেককে কার্যকরি সভাপতি, হাজী মোহাম্মদ সাহাবউদ্দিনকে সি. সহ-সভাপতি, আলহাজ্ব মোহাম্মদ সাগিরকে সহ-সভাপতি , সৈয়দ খোরশেদ আলমকে সাধারণ সম্পাদক এবং প্রথম বারের মতো ৩ জন মহিলা ব্যবসায়ীকে কমিটিতে অন্তর্ভূক্ত করে একশত একাত্তর (১৭১) সদস্য বিশিষ্ট চট্টগ্রাম জেলা কমিটি ঘোষণা করেন। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আশফাক আহাম্মদ, আলহাজ্ব এস. এম. এয়াকুব, আবুল হোসেন, আলহাজ্ব বাবুল হক সওদাগর, আলহাজ্ব সোলায়মান বাদশা, এ. আর. এম শামীম উদ্দিন, আলহাজ্ব নুরুল কবির, ইঞ্জিঃ তাজুল ইসলাম, আবু বকর সিদ্দীকি, আলহাজ্ব আহাম্মদ হোসেন, হাবিবুর রহমান (কমিশনার), আহামদ হোসেন, মোহাম্মদ আকতার খান, আবদুল হান্নান বাবু, আলহাজ্ব আবুল কাশেম, ইলিয়াস আহম্মদ ভূইয়া, নুরুল আবছার চৌধুরী, রফিকুল ইসলাম ভূঁইয়া, গিয়াস উদ্দিন ভূইয়া, লায়ন আলহাজ্ব মোহাম্মদ আলমগীর, মোহাম্মদ আকবর, আলহাজ্ব এম. এম. নিজাম উদ্দিন, মো. মঈন উদ্দীন চৌধুরী , আলহাজ্ব এম. ফিরুজ খান, লায়ন আশিষ ভট্টাচার্য্য, এহসান উল্ল্যাহ জাহেদী, মো. শাহ্ নেওয়াজ খান, আলহাজ্ব ইরফান আলী ভুঁইয়া, আবু তাহের জুনু, মোঃ শাহ জামাল ভূঁইয়া, মো. কলিম উল্লাহ, এস. এম. কুতুব উদ্দিন, রেজাউল করিম রেজা. মো. ইলিয়াছ বাবুল, মোহাম্মদ আইয়ুব, ডা. অঞ্জন কুমার দাশ, আনিসুর রহমান চৌধুরী, এস. এম. এরশাদুল হক, নুরুল গণি চৌধুরী, আলহাজ্ব সিরাজ উদ্দিন আহম্মেদ, মো. জসীম উদ্দিন চৌধুরী, চন্দন সরকার, হাজী মো. ইলিয়াছ চৌধুরী, মো. ইকবাল হোসেন, বাবু নিপু নন্দী, ডাঃ মো. সেলিম উদ্দিন, নওশাদ আলম, পিযূষ বড়–য়া, সাইফুল ইসলাম সোহেল, জাহেদ হোসেন, মনছুর আলম সোহাগ, আলী আহমেদ শাহীন প্রমুখ।
অনুষ্ঠানে এক পর্যায়ে উপজেলাসমূহ হতে আগত নেতৃবৃন্দকে পরিচয় করিয়ে দেন জেলার সভাপতি আলহাজ্ব সালেহ আহমেদ সুলেমান। পরিচয়পর্বে উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা দোকান মালিক সমিতির সভাপতির সভাপতি হাজী এম এ ইউসুফ, সাধারণ সম্পাদক শাহ আলম খোকন , সীতাকুণ্ডের সভাপতি মোহাম্মদ নাছির উদ্দিন ভূইয়া, সাধারণ সম্পাদক মোহাম্মদ বেলাল হোসেন , চন্দনাইশের সাধারণ সম্পাদক ডা. মো. আবু তালেব আনসারী, লোহাগাড়ার সভাপতি ফজলুল হক আজাদ, সাধারণ সম্পাদক ডা. আকতার আহাম্মদ, সাতকানিয়ার সভাপতি মনির আহাম্মদ চেয়ারম্যান, সাধারণ সম্পাদক মো. জয়নাল আবেদীন, ফটিকছড়ির সভাপতি দিদারুল বশর চৌধুরী, সাধারণ সম্পাদক শফিউল আলম, হাটহাজারীর সভাপতি মোহাম্মদ শাহ আলম, সাধারণ সম্পাদক সফিউল আলম, রাউজানের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, বাঁশখালীর সভাপতি মৃদুল কান্তি দত্ত, সাধারণ সম্পাদক উত্তম কুমার কারণ, আনোয়ারার সভাপতি আলহাজ্ব মামুনুর রশিদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ, বোয়ালখালীর সভাপতি মো. নুরুল আবছার, সাধারণ সম্পাদক মো. ওমর ফারুক।
অনুষ্ঠান সঞ্চালনা করেন তামাকুমন্ডী লেইন বণিক সমিতির সভাপতি আলহাজ্ব আবদুল খালেক ও বিপনী বিতান মর্চেন্টস্ ওয়েলফেয়ার কমিটির সভাপতি মোহাম্মদ সাগির। সভাশেষে প্রীতিভোজে সকলে অংশগ্রহণ করেন।

Leave a Reply