,

Home » Top » চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় শীগ্রই চালু হচ্ছে ‘চট্টবাংলা’ অনলাইন টিভি

চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় শীগ্রই চালু হচ্ছে ‘চট্টবাংলা’ অনলাইন টিভি


ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি:

তথ্য প্রযুক্তির ক্রমাগত অগ্রগতির সাথে পাল্লা দিয়ে বাড়ছে অনলাইন ভিত্তিক টেলিভিশনের কদর।প্রচলিত টেলেভিশন এর মাধ্যমে আর ঘওে বসে নয়,এখন মানুষের হাতের কাছের ল্যাপটপ ও মুঠোফোনের মাধ্যমে সংবাদ-বিনোদন-টকশো ও ভিন্নধর্মী অনুষ্ঠান উপভোগের সুযোগ হয়েছে। এরই ধারাবাহিকতায় চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় “জিয়েন হইয়ুম আঁছা হইয়ুম”এই স্লোগানকে ধারন করে অনলাইন ভিত্তিক টিভি চ্যানেল ‘চট্টবাংলা’। শীগ্রই কার্যক্রম শুরু করার মানসে চট্টগ্রামের পুরাতন চান্দগাঁও,ফরিদ মার্কেট, ২য় তলায় চট্টবাংলা কার্য্যালয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। চট্টবাংলা টিভির চেয়ারম্যান মোঃ ইলিয়াস খাঁনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন চট্টবাংলা সম্পাদক এশিয়ান টিভির বোয়ালখালী-চান্দগাঁও প্রতিনিধি গৌতম চক্রবর্তী। নাট্যকার শফিকুল হাসান আজাদ,কে.কে বাবুল, উম্মে ছালমা লাভলী, শিরিন আক্তার, মাসুম বিল্লাহ, মোঃমন্জুর মোরশেদ,এস.এম.শাহেদ হোসাইন ছোটন, এম.জুনাইদ, রুমাইছা জান্নাত, শিবলী,মোঃ শাহাজান ও ওয়াসিত সিনদ্দিদ।
এসময় মোঃ ইলিয়াস খাঁন বলেন , চট্টগ্রামের এই আঞ্চলিক ভাষা কে দেশ বিদেশে তুলে ধরতে চট্টবাংলা তে সংবাদ,বিনোদন,টর্কশো,নাটক,গান,সমসাময়িক ঘটনার অনুষ্ঠান সহ ইত্যাদি সম্প্রচার করা হবে।এসময় তিনি চট্টবাংলার এই অগ্রযাত্রায় সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন ।

Leave a Reply