,

Home » Top » চট্টগ্রাম কলেজ শিক্ষক পরিষদের নবনির্বাচিত কর্মকর্তাদের অভিষেক

চট্টগ্রাম কলেজ শিক্ষক পরিষদের নবনির্বাচিত কর্মকর্তাদের অভিষেক

চট্টগ্রাম কলেজ শিক্ষক পরিষদ নব-নির্বাচিত কর্মকর্তাদের অভিষেক ও শপথগ্রহণ অনুষ্ঠান ২০১৮ উদ্যাপন কমিটির আহ্বায়ক ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মফিজুল ইসলামের সভাপতিত্বে শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠিত হয়। শুরুতে জাতির জনক বঙ্গবন্ধু শেক মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন নবনির্বাচিত শিক্ষক পরিষদের কর্মকর্তাবৃন্দ।
সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) প্রফেসর স্বপন চৌধুরী। বক্তব্য রাখেন নবনির্বাচিত শিক্ষক পরিষদ সম্পাদক রেজাউল করিম, বিদায়ী সম্পাদক ড. একে.এম আজাদ, প্রফেসর প্রণব কুমার চক্রবর্ত্তী, প্রফেসর ড. নূ.ক.ম আকবর হোসেন, প্রফেসর মোহাম্মদ মোজাম্মেল হক, প্রফেসর জসিম উদ্দিন খান, সহযোগী অধ্যাপক কামরুল আলম চৌধুরী, সহকারী অধ্যাপক মোঃ শাহবুদ্দীন, শিক্ষক ক্লাব সম্পাদক মু. সাইমন রুশদী, মুনিয়া জাহান। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতিক বিভাগের সহকারী অধ্যাপক আনোয়ার মালেক মজুমদার।
সভায় বক্তারা কলেজের শিক্ষার মান উন্নয়ন, শিক্ষকদের মর্যাদা ও অধিকার, সুশৃঙ্খল পরিবেশ ও ঐতিহ্য সমুন্নত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

Leave a Reply