,

Home » Top » দীপিকাকে কোহলির ‘না’

দীপিকাকে কোহলির ‘না’

এপ্রিলে পর্দা উঠতে চলেছে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১১তম আসরের। তার আগে আইপিএলের দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) সঙ্গে বিজ্ঞাপনী গাঁটছড়া বাধতে চেয়েছিল ‘গো আইবিবো’ নামের একটি ভ্রমণ সংস্থা।
বলিউড অভিনেত্রী দীপিকা পাডুকোন সেই সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসাডর। ‘গো আইবিবো’-র চাওয়া, আরসিবি অধিনায়ক বিরাট কোহলি ও তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর দীপিকাকে নিয়ে একটি বিজ্ঞাপন তৈরি করা। কিন্তু সেই বিজ্ঞাপনে দীপিকার সঙ্গে জুটি বেধে শুটিংয়ে রাজি নন কোহলি!
তাই তো দীপিকাকে সরাসরি ‘না’ বলে দিলেন কোহলি। এর কারণে স্পনসরশিপ বাবদ প্রায় ১১ কোটি টাকা হারাতে হচ্ছে ফ্র্যাঞ্চাইজিটিকে।
তাহলে কী দীপিকার সঙ্গে কোহলির সম্পর্ক ভালো নয়? নাকি অন্য কিছু? এ নিয়ে কেউ কেউ বিতর্ক খোঁজার চেষ্টা করলেও আসল কারণ হিসেবে ভারতীয় সংবাদ মাধ্যম ডেকান ক্রনিক্যালে বলছে, কোহলির সঙ্গে আরসিবির চুক্তিতে শর্ত ছিল কোনও নায়িকার সঙ্গে স্ক্রিন শেয়ার করতে পারবেন না। এই চুক্তির কারণেই দীপিকার সঙ্গে বিজ্ঞাপন করবেন না কোহলি।

Leave a Reply