,

Home » Top » প্রথমবারের মতো অপর্নাচরণে পুর্নমিলনী অনুষ্ঠান হবে

প্রথমবারের মতো অপর্নাচরণে পুর্নমিলনী অনুষ্ঠান হবে

প্রশান্ত বড়ুয়া

অগ্নিযুগের বিপ্লবী প্রীতিলতা ওয়াদ্দেদারের স্মৃতি বিজড়িত চট্টগ্রামের অপর্ণাচরণ সিটি করপোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীদের প্রথম পুর্নমিলনীর দুদিনের অনুষ্ঠান শুরু হবে শুক্রবার। নগরীর নন্দনকাননে অবস্থিত ৯০ বছরের পুরনো বিদ্যালয়টির বিভিন্ন সময়ের প্রায় ১২০০ ছাত্রী পুনর্মিলনীতে অংশ নিতে নাম লিখিয়েছেন বলে রোববার চট্টগ্রাম প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে জানানো হয়। পুনর্মিলনীর আয়োজনের বিস্তারিত তুলে ধরতে এই সংবাদ সম্মেলনে আসেন অপর্ণাচরণ সিটি করপোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাক্তন ছাত্রী পরিষদের আহ্বায়ক অধ্যাপক জয়নাব বেগম। তিনি জানান, দুদিনের অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে আলোচনা সভা, স্মৃতিচারণ, আনন্দ শোভাযাত্রা, বিদ্যালয়ের বর্ষীয়ান শিক্ষকদের সম্মাননা, সাংস্কৃতিক অনুষ্ঠান। শুক্রবার সকালে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠানমালার উদ্বোধন করবেন। এরপর বের হবে শোভাযাত্রা। পরদিন শনিবার সকাল থেকে রাত পর্যন্ত অনুষ্ঠানমালা হবে নগরীর লাভ লেইনের স্মরণিকা কমিউনিটি সেন্টারে। অনুষ্ঠানমালার উদ্বোধন করবেন বিদ্যালয়টির সাবেক শিক্ষার্থী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক খালেদা হানুম। ওইদিন স্মৃতিচারণের পাশাপাশি বর্ষীয়ান শিক্ষক-শিক্ষিকাদের সম্মাননা দেওয়া হবে। এছাড়া অনুষ্ঠানে গান, কবিতা পরিবেশন করবেন স্কুলের সাবেক ছাত্রীরা। সংবাদ সম্মেলনে সাবেক ছাত্রীদের মধ্যে উপস্থিত ছিলেন ডা. শাহানা পারভীন, অধ্যাপক শুক্লা ইফতেখার, শুভ্রা বিশ্বাস, বাসনা হোড়, আইভি হাসান, জোৎস্না কায়সার। ১৯২৭ সালে চট্টগ্রামের শিক্ষানুরাগী কালীতারা দেবী নগরীর গোলাপ সিং লেইনে আটজন ছাত্রী নিয়ে একটি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেন।
পরবর্তীতে ছাত্রী সংখ্যা বেড়ে গেলে তৎকালীন অনারারি ম্যাজিস্ট্রেট অপর্ণাচরণ রায়ের অর্থানুকূল্যে অপর্ণাচরণ বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। পরে এটি উচ্চ বিদ্যালয় এবং সাম্প্রতিক সময়ে এটি কলেজে উন্নীত হয়। ১৯৯৭ সালের অক্টোবরে চট্টগ্রাম সিটি করপোরেশন এ স্কুলটিকে অধিগ্রহণ করে। চট্টগ্রামের নারী শিক্ষার বিস্তারে অপর্নাচরণ স্কুল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এসেছে। ব্রিটিশবিরোধী আন্দোলনে প্রথম নারী শহীদ প্রীতিলতা এ স্কুলের প্রধান শিক্ষিক ছিলেন। পরবর্তীতে প্রণতি সেন দীর্ঘ ৩৪ বছর প্রধান শিক্ষিকের দায়িত্ব পালন করেন।

Leave a Reply