,

Home » Top » প্রধানমন্ত্রী চট্টগ্রামে আসছেন ২১ মার্চ

প্রধানমন্ত্রী চট্টগ্রামে আসছেন ২১ মার্চ

চট্টগ্রামে জনসভা করবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আগামী ২১ মার্চ জনসভার তারিখ নির্ধারণ করা হয়েছে। চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের উদ্যোগে এ জনসভা হবে।
গতকাল বাংলাদেশ আওয়ামী লীগের চট্টগ্রাম বিভাগের দায়িত্ব প্রাপ্ত সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলার শীর্ষ নেতাদের প্রধানমন্ত্রীর জনসভার বিষয়টি অবহিত করেন।
এই ব্যাপারে রাতে এনামুল হক জানান, ২১ মার্চ প্রধানমন্ত্রী চট্টগ্রামে জনসভা করবেন। এই উপলক্ষ্যে আগামী ১০ মার্চ মুসলিম হলে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা আহবান করা হয়েছে। ঐ সভায় আমি নিজেও উপস্থিত থাকবো।
প্রধানমন্ত্রীর এবারের জনসভা সবদিক দিয়ে অধিক গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন রাজনীতিবিদ ও সুশীল সমাজের প্রতিনিধিরা। কারণ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রধানমন্ত্রী বিভাগীয় শহর গুলোতে জনসভা করছেন। এই জনসভাকে ঘিরে থাকছে একগুচ্ছ উন্নয়ন প্রকল্পও। এই কারনে প্রধানমন্ত্রীর জনসভা সংশিহ্মষ্ট বিভাগ এবং জেলাগুলোর জন্য খুবই গুরুত্বপূর্ণ।

Leave a Reply