,

Home » Top » ফটিকছড়িতে কৃতি ছাত্রছাত্রী সংবর্ধনা অনুষ্ঠান

ফটিকছড়িতে কৃতি ছাত্রছাত্রী সংবর্ধনা অনুষ্ঠান

ফটিকছড়ি সংবাদদাতা
ফটিকছড়িতে ২০১৭ সালে জেএসসি, জেডিসি, পিইসি, ইবতেদায়ী ও নূরাণী মাদরাসা শিক্ষা বোর্ডের পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল (১৮ জানুয়ারি) বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় উপজেলার লেলাং ইউনিয়নের প্রজম্ম রায়পুরের উদ্যোগে এ সংবর্ধনা দেওয়া হয়। এতে উদ্বোধক ছিলেন লেলাং ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. সরোয়ার হোসেন। সংবর্ধনা অনুষ্ঠানে বংলাদেশ জাতীয়তাবাদীদল ওমান শাখার সভাপতি মো. সেলিম উদ্দীন পারভেজের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, লেলাং ইউনিয়নের চেয়ারম্যান সরোয়ার উদ্দীন চৌধুরী শাহিন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন নাজিরহাট বড় মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা ফয়জুল বারী, প্রফেসর জয়নাল আবেদীন, মো. জসিম উল হাসান, মো. জাহেদ আল আসবাহ, ইঞ্জিনিয়ার মাসুদ করিম, মুহাম্মদ জয়নাল আবেদীন। বিশেষ অতিথি ছিলেন মো. আনোয়ার পাশা হানিফ, মো. ইউনুছ, মো. জাহেদুল আলম, দিদারুল আলম, মজিদা বেগম প্রমূখ। অনুষ্ঠানে ৯০ জন কৃতি শিক্ষার্থীকে ক্রেষ্ট, সার্টিফিকেট, ও পবিত্র কোরআন শরীফ প্রদান করেন।

Leave a Reply