,

Home » আরো » ফটিকছড়িতে গুলতাজ মেমোরিয়াল স্কুল এন্ড কলেজের রজত জয়ন্তী উপলক্ষে আলোচনা সভা

ফটিকছড়িতে গুলতাজ মেমোরিয়াল স্কুল এন্ড কলেজের রজত জয়ন্তী উপলক্ষে আলোচনা সভা

এম.জুনায়েদ,ফটিকছড়ি:
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ফটিকছড়ির গুলতাজ মেমোরিয়াল স্কুল এন্ড কলেজের রজত জয়ন্তী উপলক্ষে এক আলোচনা সভা গত মঙ্গলবার (০২ জানুয়ারী) প্রতিষ্টানের অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। স্বুল এন্ড কলেজের অধ্যক্ষ মুহাম্মদ সেলিম জাহাঙ্গীর সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন প্রতিষ্টানের পরিচালনা পর্ষদের সদস্য সোহরাব জব্বার চৌধুরী, অধ্যাপক মু. খোরশেদুল আলম, অধ্যাপক অলি আহাদ চৌধুরী, অধ্যাপক রায়হান মাহমুদ, অধ্যাপক মু. গিয়াস উদ্দিন প্রমূখ। সভায় আগামী ২ মার্চ প্রতিষ্টানের প্রতিষ্টাতা সাবেক উপ-প্রধানমন্ত্রী জামাল উদ্দিন আহমেদের স্মরণ সভা, ৩ র্মাচ গুণীজন সংবর্ধনা ও আলোচনা সভা, ৪ র্মাচ প্রাক্তন শিক্ষার্থীদের পুণমির্লনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্নের সিদ্ধান্ত গৃহিত হয়। এ লক্ষে সোহরাব জব্বার চৌধুরীকে আহবায়ক ও অলি আহাদ চৌধুরীকে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।
এ ব্যাপারে প্রতিষ্ঠানের অধ্যক্ষ মুহাম্মদ সেলিম জাহাঙ্গীর জানান, ইতোমধ্যে প্রাক্তন ছাত্র-ছাত্রীদের নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে এবং আগামী ১৫ ফেব্রুয়ারী পর্যন্ত এ নিবন্ধন কার্যক্রম চলবে।
এতে অন্যান্যেও মধ্যে উপস্থিত ছিলেন মিনহাজ উদ্দিন মাহমুদ, মু. জয়নাল উদ্দিন, মু. জুলফিকার আলম, মু. মিজানুর রহমান, শেলি আক্তার বানু, শাহনাজ শারমিন, সৈয়দ মুহাম্মদ মাসুদ, রঞ্জনা চক্রর্বত্তী, লক্ষী রানী চৌধুরী, মাওলানা আবু তাহের নঈমী, শওকত আজম ফারুকী, নিলুপার ইয়াছমিন, নুর নাহার বেগম, মু. ইয়াছিন মিয়া, মু. সাইফুদ্দনি চৌধুরী, মু. আবু বকর, মু. সেলিম উদ্দিন, মু. মাহবুবুল আলম, দেবাষিশ শলি, সঞ্জয় কুমার দাশ, জনি দাশ প্রমূখ।

Leave a Reply