,

Home » Top » ফটিকছড়িতে যুবকের লাশ উদ্ধার

ফটিকছড়িতে যুবকের লাশ উদ্ধার

এম. আলমগীর নিশান, ফটিকছড়ি:
ফটিকছড়িতে মুহাম্মদ নুরুল বশর নামের এক সিএনজি (অটো রিক্সা) চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সে উপজেলার সুন্দরপুর ইউনিয়নের বড় ছিলোনিয়া গ্রামের বদুর বাপের বাড়ীর বাসিন্দা মুহাম্মদ রফিকুল আলমের বড় ছেলে। গতকাল (১৫ জানুয়ারি) সোমবার সকাল সাড়ে ১০ টায় ওই এলাকার মুন্সী মিয়ার কলঘর (সিএনজি’র রাখার পার্কিং ঘর) হতে মুহাম্মদ নুরুল বশর (২৯) এ লাশ উদ্ধার করে। তিনি পেশায় সিএনজি (অটো রিক্সা) চালক।
পারিবার ও স্থানীয় সূত্র জানায়, সর্বশেষ গত রোববার রাত সাড়ে ৯টায় ঘর হতে সিএনজি নিয়ে বের হন নিহত নুরুল বশর। এরপর গাড়ীতে গ্যাস নিতে যান শহরে। রাতের কোন এক সময় ফিরে এসে এলাকার মুন্সী মিয়ার কলঘর (সিএনজি’র রাখার পার্কিং ঘর) এ গাড়ী রেখে ঘুমিয়ে পরেন। পার্কিং ঘর হতে সকাল ১০টায় পরও বের না হওয়ায় লোকজন অনেক্ষণ ডাকাডাকি করে কোন সাড়া শব্দ না পেয়ে পরে দরজা ভেঙ্গে ভেতরে ঢুকে। সেখানে দেয়ালের সাথে হেলান দেয়া অবস্থায় তার লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে সকাল সাড়ে ১০ টায় পুলিশ এসে লাশ উদ্ধার করে।
এ ব্যাপারে ফটিকছড়ি থানার এস.আই আব্দুর রাজ্জাক বলেন, খবর পেয়ে আমরা লাশ উদ্ধার করেছি। লাশের গলায় ফাঁসির আঘাত আছে। ময়না তদন্তের পরে আসল রহস্য বেরিয়ে আসবে।

Leave a Reply