,

Home » Top » শ্রেষ্ঠ প্রধান শিক্ষক কাপ্তাইয়ের জাহাঙ্গীর

শ্রেষ্ঠ প্রধান শিক্ষক কাপ্তাইয়ের জাহাঙ্গীর


কাপ্তাই উপজেলার শ্রেষ্ট প্রধান শিক্ষক নির্বাচিত হওয়ার পর এবার রাঙামাটি জেলায় শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন বাংলাদেশ নৌবাহিনী স্কুল কাপ্তাইয়ের প্রধান শিক্ষক এম জাহাঙ্গীর আলম। এছাড়াও তাঁর প্রতিষ্ঠান জেলা পর্যায়ে শ্রেষ্ট মাধ্যমিক স্কুল হিসেবে নির্বাচিত হয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে জেলা পর্যায়ে বিভিন্ন বিভাগে শ্রেষ্ঠ নির্বাচন করা হয়। এরমধ্যে প্রধান শিক্ষক হিসেবে তিনি এবং মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে তার কর্মরত প্রতিষ্ঠান বাংলাদেশ নৌবাহিনী স্কুল কাপ্তাই রাঙ্গামাটি জেলাপর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করে। উল্ল্যেখ যে, বিগত জেএসসি পরীক্ষার ফলাফলে রাংগামাটি জেলার মধ্যে ফলাফলের দিক দিয়ে শীর্ষস্হান অর্জন করেছেন কাপ্তাই নৌ বাহিনী স্কুল। শুধুমাত্র ফলাফল নয়, সাংস্কৃতিক কর্মকান্ডে সমগ্র চট্রগ্রাম বিভাগে এই বিদ্যালয়ের যথেষ্ট সুনাম রয়েছে। প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম একাধারে একজন দক্ষ স্বাউট সংগঠক, সাংস্কৃতিক সংগঠক হিসাবে নিজের যোগ্যতার প্রমান দিয়েছেন।
তিনি শ্রেষ্ঠ প্রধান শিক্ষক ও নৌবাহিনী স্কুল শ্রেষ্ঠ প্রতিষ্ঠান নির্বাচিত হওয়ায় বিভিন্ন সামাজিক,সাংস্কৃতিক ও শিক্ষা প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ পৃথক বিবৃতিতে অভিনন্দন জানিয়েছেন। উল্লেখ্য তিনি ২০১৬ এবং ২০১৭ সালেও মাধ্যমিক পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন।

Leave a Reply