,

Home » Top » সাংবাদিক হাউজিং সোসাইটিতে চারজনের সদস্যপদ বহাল

সাংবাদিক হাউজিং সোসাইটিতে চারজনের সদস্যপদ বহাল

দীর্ঘ আইনি লড়াই শেষে চট্টগ্রাম সাংবাদিক কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিমিটেড’র সদস্যপদ ফিরে পেলেন সিনিয়র সাংবাদিক শহীদ উল আলম, নিজাম উদ্দিন আহমদ, মাহবুব উল আলম ও নির্মল চন্দ্র দাশ। সমিতির ব্যবস্থাপনা কমিটি এই চার সাংবাদিকের সদস্যপদ বাতিল করার সিদ্ধান্তসমূহ অবৈধ ঘোষণা করে চট্টগ্রাম জেলা সমবায় অফিসার শেখ কামাল হোসেন গত বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) এই রায় প্রদান করেন। এর মধ্য দিয়ে তারা সমিতিতে পূর্ণ অধিকার ফিরে পেলেন।
জানা যায়, এই চার সাংবাদিকের সমিতির সদস্য পদ স্থগিত থাকলেও সমিতির বর্তমান ব্যবস্থাপনা কমিটি গত বছরের ২৪ জুলাই তাদের সদস্যপদ বাতিল করে দেন। এরপর ওই সিদ্ধান্তকে সম্পূর্ণ অবৈধ ও উদ্দেশ্যমূলক উল্লেখ করে সদস্যপদ পুনর্বহালের আবেদন জানিয়ে তারা চট্টগ্রাম জেলা সমবায় কার্যালয়ে মামলা দায়ের করেন। উভয়পক্ষ মামলার শুনানীতে অংশগ্রহণ করেন। দীর্ঘ পাঁচদফা শুনানী শেষে বিজ্ঞ বিচারক চার সাংবাদিকের সদস্যপদ বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে সমিতিতে তাদের সদস্যপদ নিরবচ্ছিন্নভাবে বহাল রাখতে রায় প্রদান করেন।

Leave a Reply